টুডে নিউজ সার্ভিসঃ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ওয়াকফ বিলের অশান্তি। মুর্শিদাবাদের মাটি অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি। কড়া বার্তা দিয়ে ডিজি রাজীব কুমার জানালেন, ‘কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না।’ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না।
ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি সম্পত্তি। এই পরিস্থিতিতে ডিজিপির বার্তা, কোনও রকম গুন্ডামি বরদাস্ত করবে না পুলিশ। তাঁর পরামর্শ, ‘কেউ কোনো গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না’। আশ্বস্ত করলেন, যারা গুন্ডামি করছে, তাদের ছাড়া হবে না ডিজি রাজীব কুমার। নেওয়া হবে কড়া ব্যবস্থা। তিনি আরও বলেন মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব। তাই এভাবে অশান্তি বাড়তে দেওয়া যাবে না। পুলিশ কোনও হিংসা বরদাস্ত করবে না। দেখামাত্রই কড়া পদক্ষেপ নেওয়া হবে।
ইতিমধ্যেই ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে আরো বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দিতে।
মুর্শিদাবাদে অশান্তি নিয়ে কড়া বার্তা ডিজি রাজীব কুমারের। শনিবার ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে ডিজি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। ডিজি বলেন, ‘গুজবে কান দেবেন না। কেউ আইন হাতে তুলে নেবেন না। মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব।’