টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের বামুনিয়া বাজারে কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে শুক্রবার এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় কৃষকরা তাঁদের অধিকার এবং দাবি আদায়ের লক্ষ্যে সোচ্চার হন। তাদের প্রধান দাবি ছিল, বছরে বিদ্যুৎ বিল নির্ধারণ করে ৭,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা, কুইন্টাল প্রতি ধানের মূল্য ৩,০০০ টাকা করা, ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃষিকাজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা। কৃষকরা অভিযোগ করেন, যথাযথ ধানের মূল্য না পাওয়া, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং সারের কালোবাজারি তাঁদের জীবিকায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সভায় উপস্থিত কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির ব্লক সভাপতি শেখ মোঃ ইয়াকুব বলেন, “কৃষকদের এই চরম দুর্দশার অবসান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো”। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য অমিয় মন্ডল, সাই দুল্লাহ শেখ, সাবু বড়া, আকবর শেখ, নূর মোহাম্মদ মন্ডল, সিরাজুল খান এবং স্থানীয় কৃষকরা। এই প্রতিবাদ সভার মাধ্যমে কৃষকরা তাঁদের দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেন। বামুনিয়া বাজারে এই কর্মসূচি স্থানীয় কৃষকদের মধ্যে বড় সাড়া ফেলেছে।
Social