টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ওষুধের জালিয়াতি এবং ওষুধের মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, রাস্তায় নেমেছে এবার বেশ কয়েকটি সংগঠন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও প্রোগ্রেসিভ হেল্প অ্যাসোসিয়েশন এই দুই সংগঠনের পক্ষ থেকে শনিবার সকাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূলের এই সকল সংগঠন। এই প্রতিবাদে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ মেডিকেল কলেজ হাসপাতালে সুপার তাপস ঘোষ, সিএমএইচ জয়রাম হেমব্রম সহ এই দুই সংগঠনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গণ এবং চিকিৎসক সহ সংগঠনের সদস্যগণ।
বিধায়ক খোকন দাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওষুধের মূল্যবৃদ্ধির বিষয়ে গোটা ভারতবর্ষে মানুষদের আন্দোলন করার কথা বলেছেন যাতে ওষুধের দাম কমানো হয় এবং ভেজাল ওষুধ বন্ধ করে ভালো ওষুধ বাজারে ছাড়া হোক। এই জালিয়াতি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, সেই কথা মত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রতিবাদ সামিল নানান সংগঠন। মানুষের নিত্য প্রয়োজন এর মধ্যে যেমন চাল-ডাল-আটা-আলু রয়েছে সহ নানান খাদ্য তার মধ্যে এখন ঔষধও নিত্য প্রয়োজনের মধ্যে পড়ে, তাই বিশেষ করে কেন্দ্র সরকারকে এদিকটা নজর দেয়া দরকার রাজনীতির দিকে বেশি মন না দিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা-ভাবনা করে।