ট্যাংরায় হেলাবাড়িকাণ্ডে গ্রেফতার আরও এক প্রোমোটার

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিসঃ লুকিয়েও আর শেষরক্ষা হল না। ট্যাংরা হেলাবাড়িকাণ্ডে আরেক প্রোমোটারকেও গ্রেফতার করেছে পুলিশ। সুরজিৎ মান্না নামে ওই প্রোমোটারকে বাসন্তী থেকে গ্রেফতার করে।
ট্যাংরার ক্রিস্টোফার রোডে পাশাপাশি সাদা এবং সবুজ দুটি বহুতল হেলে পড়ার ঘটনার ১২ দিন পর অভিযুক্ত প্রোমেটার রজত লিকে ধরেছিল পুলিশ। আগেই তার বিরুদ্ধে এফআইআর ছিল। এবার ধরা পড়েছেন সাদা বাড়ির প্রমোটার। গত ২২ জানুয়ারি ট্যাংরার ক্রিস্টোফার রোডের একটি নিমীয়মাণ বহুতল পাশের বহুতলের ওপর হেলে পড়ে। গতবছরই বহুতলটির নির্মাণকাজ শুরু করেছিলেন প্রোমোটার রজত লি। অল্প দিনেই ৫ তলা বহুতল তৈরিও হয়ে যায়। কিন্তু নির্মাণ চলাকালীন হেলে পড়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। এরপর বহুতল ভাঙতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন পুরকর্মীরা। পরে অবশ্য আলোচনার মাধ্যমে ভাঙার কাজ শুরু করেন পুরকর্মীরা।
ধৃত ক্রিস্টোফার রোডের প্রোমোটার সুরজিৎ মান্না-কে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন সিনিয়র মিউনিসিপ্যাল ম্যাজিস্ট্রেট রেশমি দাস। ট্যাংরা হেলে পড়া বাড়ি কাণ্ডে গ্রেফতার প্রোমোটার সুরজিৎ মান্না নির্মীয়মান বেআইনি সাদা বাড়ি তৈরি করছিলেন। তার বিরুদ্ধে ট্যাংরা থানায় অভিযোগ জানায় কলকাতা পুরসভা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *