টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের ’নীলপুর যুব উৎসব’ ও ‘বাহারে আহারে খাদ্য মেলা’ ৩য় তম বর্ষে পদার্পন করতে চলেছে। পূর্ব বর্ধমানের ছোটনীলপুর জাগরণী সংঘ ফুটবল ময়দানে এই উৎসবের উদ্বোধন হবে আগামী বছর ১২ জানুয়ারি। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। উৎসব কমিটির মূল উদ্যোক্তা বর্ধমান পুরসভার ১৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাসবিহারী হালদার জানান, এই বছর তৃতীয় বর্ষে পড়তে চলেছে এই উৎসব। আগামী ১২ জানুয়ারি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য তৃণমূলের যুব সভাপতি তথা সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষ, গায়ক নচিকেতা চক্রবর্তী। তিনি আরও জানান, যেহেতু যুব উৎসব তাই যুবদের জন্য এই ৫ দিন ধরেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন রাতে এই অনুষ্ঠানে বিভিন্ন দিনে হাজির থাকবেন অভিনেত্রী ইদিকা পাল, সুশ্বতী মল্লিক, অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী, অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনতা জিৎ প্রমুখ। তিনি আরও জানান, প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম গত ২৯ ডিসেম্বর বিবেকানন্দ মহাবিদ্যালয়ে নীলপুর যুব উৎসবকে কেন্দ্র করে। সেই প্রতিযোগিতায় প্রায় ১৩০০ প্রতিযোগী অংশ গ্ৰহন করে, সেখানে সংগীত, নৃত্য, অঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ করে। পাশাপাশি খাদ্যরসিক মানুষদের জন্য এছাড়া উৎসবে অন্যতম আকর্ষণ হিসাবে থাকছে ‘খাদ্য মেলা’। যেখানে রাজ্যের বিভিন্ন প্রসিদ্ধ খাবার সংস্থার মোট ৪০টি স্টল থাকছে।
