জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মন্তেশ্বর থানার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে
মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে
বাল্যবিবাহ রোধ , নারী সুরক্ষা, পথ নিরাপত্তা, অনলাইনে প্রতারণা সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে।
এই দিন বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যদের একত্রিত করে বাল্যবিবাহ , নারীর সুরক্ষা, পথ নিরাপত্তা , অনলাইনে প্রতারণার সহ অন্যান্য বিষয় সম্পর্কে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয় মন্তেশ্বর থানার পক্ষ থেকে । বাল্যবিবাহের ফলে অপরিণত গর্ভধারণ প্রসবকালীন শিশুর মৃত্যু ঝুঁকি ও স্বাস্থ্য সমস্যা, নারী শিক্ষা হ্রাস অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়া প্রবৃত্তি বিষয়গুলি দেখা দেয় বলে জানান তারা।
পাশাপাশি , রাস্তায় গাড়ি চালাতে গেলে , সিগন্যাল সহ কি কি মেনে চলা ও অনলাইনে প্রতারিত হলে কি কি করনীয় সহ নারী নির্যাতন প্রতিরোধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করার বিষয়ে আলোচনা করা হয় মন্তেশ্বর থানার পক্ষ থেকে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র ও মন্তেশ্বর থানার সেকেন্ড অফিসার গনেশ সেন, সহ অন্যান্য থানার অফিসারা ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা।
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র
বলেন আজকের এই বিদ্যালয়ে সচেতন মূলক শিবির হওয়াতে ছাত্র ছাত্রীরা অনেক বিষয়ে আলোচনার মধ্য দিয়ে জানতে পেরে অনেকটা সচেতন ও খুশি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।
মন্তেশ্বর থানার পক্ষ থেকে বাল্যবিবাহ রোধ, নারীসুরক্ষা ও পথ নিরাপত্তা, অনলাইনে প্রতারণা সহ সচেতনতা মূলক কর্মসূচি বিদ্যালয়ে

Leave a Comment