জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বাড়িতে ফিরে খুন হলেন পরিযায়ী শ্রমিক, ঘটনায় চাঞ্চল্য ছড়াল শুক্রবার সন্ধ্যায় মন্তেশ্বরের দেনুড় পঞ্চায়েতের মৌসা গ্রামে। মৃত হাসিবুল শেখ (২৫) মৌসা গ্রামেরই বাসিন্দা। মৃতের খুড়তুতো দাদা রবিউল শেখ বলেন, দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার বিকালে দুটি পরিবারের বাচ্চাদের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া ও মারপিট হয়। সে সেই ঘটনার জেরে বাড়ির বড়দের মধ্যে বচা ও অশান্তি শুরু হয়। অভিযোগ সে সময় আক্কেল শেখ নেতৃত্বে বাড়ির ৬-৭ জন মিলে হাসিবুলের বাড়ি গিয়ে তার ওপর চড়াও হয়। লাঠি, কোদাল সহ ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে এলে আরও কয়েকজন জখম হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসিবুল-কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত বেশ কয়েকজনকে বর্ধমান হাসপাতালেও স্থানান্তরিত করা হয়।
জানা গিয়েছে, হাসিবুল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। কিছুদিন আগে বাড়ি ফিরেছিল সে। নিহতের পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ জানায় অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
