জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বিশ্বভারতীর আঙ্গিকে বসন্ত উৎসব উপলক্ষে মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা বাজারে বসন্ত উৎসব পালন করা হল রবিবার বাঘাসন গ্রাম পঞ্চায়েত ও মন্তেশ্বর পুলিশ প্রশাসনের সহযোগিতায় মালডাঙ্গা নুপুর ব্যালে নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। এই সংস্থার কচিকাঁচা থেকে বড় সব সদস্যরা ও তাদের অভিভাবকদের নিয়ে বসন্ত উৎসবকে সামনে রেখে নানান সাজে সজ্জিত হয়ে একটি বিরাট পদযাত্রা করা হয়। পদযাত্রাটি মালডাঙ্গা বাস স্ট্যান্ড হতে শুরু হয়ে একটা মালডাঙ্গা বাজার পরিক্রমা করে বাজার সংলগ্ন এলাকায় এসে শেষ হয়।
সংস্থার কর্ণধার ইন্দিরা মণ্ডল জানান, এই বছর বসন্ত উৎসব ২১তম বছরের পদার্পণ করে। এই সংস্থার বসন্ত উৎসবের পদযাত্রা দেখার জন্য রাস্তা দুই ধারে অগণিত মানুষজনের ভিড় দেখা যায় চোখে পড়ার মত। পদযাত্রার শেষে নাচ গান ও বিশিষ্ট ব্যক্তিদের বরণের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন হয় বলে জানান তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নারায়ন মণ্ডল ও এলাকার সংগীতশিল্পীরা ও সংস্থার কর্ণদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
