জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বাইকে সাথে মোটর ভ্যানের সংঘর্ষে আহত হয়েছেন ৪ যুবক। বুধবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর পুটশুরী রাস্তায় ভারুচা মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে, খাঁপুর গ্রামের ৪ যুবক মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রাম থেকে বাইক নিয়ে মন্তশ্বরের দিকে আসার পথে ভারুচা মোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিকে একটি মোটর ভ্যানের সাথে ধাক্কা লাগে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতর থাকায় দুইজনকে বর্ধমান হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
