জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বর বিধানসভার মধ্যে মন্তেশ্বর ব্লকের ১০টা ও মেমারি দুই নম্বর ব্লকের ৭টি অঞ্চল নিয়ে মন্তেশ্বর বিধানসভা গঠিত । নির্বাচন কমিশনের নির্দেশে এস আই আর প্রক্রিয়া শুরু হয়েছে। এস আই আর শুরু হওয়ার প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আজ দুপুরে সাতগেছিয়ায় ভোটাধিকার রক্ষার্থে একটি ক্যাম্পের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মেমারি দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হরিসাধন ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গাফফার মল্লিক, মন্তেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি ও ভূমি সংস্কার দপ্তরে কর্মাধ্যক্ষ আতিকুর রহমান সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা। এই ক্যাম্পে বসে কিছু মানুষের এস আই আর ফর্ম ফিলাফ করে দিয়ে মানুষজনদের এই সম্পর্কে সচেতন করেন ক্যাম্পের মঞ্চ থেকে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।