টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দুই শিশু কন্যার সামনেই মাকে খুন করে ঘরের মধ্যেই পুঁতে রাখলো বাবা! মঙ্গলবার রাতের অন্ধকারে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের জাদুঘরিয়া আদিবাসী পাড়ায় শাবল দিয়ে স্ত্রীকে খুন করে ঘরের ভিতর গর্ত করে পুঁতে রাখলো স্বামী এবং পুরো ঘটনা ঘটলো দুই ছোট্ট কন্যা শিশু চোখের সামনেই। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সোম হাঁসদাকে গ্রেপ্তার করেছে আউসগ্রাম থানার পুলিশ। মৃতার নাম লক্ষ্মী হাঁসদা (২৭)।
জানা যায়, প্রায় ৮ বছর আগে দেওয়ানদিঘী থানা এলাকার লক্ষ্মী হাঁসদার সাথে ভালোবেসে বিয়ে হয় সোম হাঁসদার। দুটি কন্যা সন্তান আছে তাদের। সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। সেই সময় সোম হাঁসদা একটি শাবল দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে লক্ষ্মী হাঁসদার। এর ফলে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরে ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে ফেলা হয় তাঁকে।
দুই কন্যা সন্তানের সামনে এই ঘটনা ঘটলে তারা চিৎকার করতে শুরু করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত বাবা। অগত্যা চুপ করে যায় দুই শিশু কন্যা। এরপর মঙ্গলবার সকালে তারা তার ঠাকুমাকে বিষয়টি জানালে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বসতবাড়ির ভিতরে গর্ত থেকে মৃত মহিলার দেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।