‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মান পেলেন মোল্লা জসিমউদ্দিন

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিসঃ সোমবার সারা দেশজুড়ে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবস পালিত হলো। এদিন কলকাতার রাজ্য যুব কেন্দ্র মৌলালী ভবনের স্বামী বিবেকানন্দ কনফারেন্স গৃহে মহাসমারোহে পালিত হলো আম্বেদকারের জন্মদিন। সারা রাজ্যে শতাধিক গুণীজনদের সমাগম ঘটে এই সভাগৃহে । ‘আম্বেদকার কালচারাল কলেজে’র তরফে বিভিন্ন বিষয়ে সম্মান প্রদান করা হয়। এর মধ্যে ‘মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক’ সম্মানে সংবর্ধিত হলেন আদালত সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন। জসিমউদ্দিন বর্তমানে রাজ্যের এক বহুল প্রচারিত দৈনিক পত্রিকার ‘হাইকোর্ট সংবাদদাতা’ হিসাবে কাজ করছেন। এছাড়া তিনি বিগত ৫ বছর ধরে হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালতে বেঞ্চ মেম্বার হিসাবে থাকেন। সর্বপরি কলকাতা হাইকোর্টের নন এডভোকেট মিডিয়েটর হিসাবে তালিকাভুক্ত হয়েছেন তিনি। জসিমের প্রয়াত বাবা মহম্মদ নুরুল হোদা মোল্লা বিগত ১৯৮৩ সালের জুডিশিয়াল পরীক্ষায় রাজ্যের টপারদের মধ্যে অন্যতম ছিলেন।

এদিন সংবর্ধনা পেয়ে মোল্লা জসিমউদ্দিন জানান, “যে কোনো পুরস্কার কাজের গতিকে আরও বিকশিত করে থাকে।” উদ্যোক্তা সংগঠনের কর্ণধার দিলীপ বিশ্বাস জানান, “সমাজের বিভিন্নস্তরের মানুষদের উৎসাহিত করাটা আমাদের অন্যতম কর্তব্য।” এদিন এই সভাগৃহে ডক্টর নির্মল মাঝী, পদ্মশ্রী প্রাপক লোকসংগীত শিল্পী রতন কাহার, প্রাক্তন জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী,  বাচিক শিল্পী সোনালি কাজি, পরিবেশ প্রেমি পুলিশ অফিসার সমরেন্দু চক্রবর্তী, কবি সেখ আব্দুল জব্বার, স্বপন দত্ত বাউল প্রমুখ ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *