Breaking News

বাবার মৃত্যু শোক নিয়েই পরীক্ষা দিল প্রিয়া

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাবার মৃত্যুর শোক সামলে বাবার স্বপ্নপূরণই এখন একমাত্র লক্ষ্য পূর্ব বর্ধমানের মেমারির প্রিয়া মাহাতোর। বাবার চলে যাওয়ার কষ্ট এখনো তাজা, শেষ হয়নি পরলৌকিক কাজও। তবু বাবার ইচ্ছে বাস্তবায়ন করতে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন লাল পাড় সাদা শাড়িতে হাজির হলো সে।
পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্রে চোখে পড়ল এক আবেগঘন দৃশ্য। পরীক্ষার হলে প্রবেশ করছে প্রিয়া মাহাতো, যে কয়েকদিন আগেই হারিয়েছে তার সবচেয়ে বড় শক্তির উৎস, তার বাবা রাজু মাহাতোকে। মাত্র ৩৮ বছর বয়সে কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। বাবার অনুপস্থিতিতে প্রিয়ার পরিবারের জন্য নেমে আসে এক গভীর শোকের ছায়া।
কিন্তু বাবাই ছিলেন তার বড় অনুপ্রেরণা। বাবার স্বপ্ন ছিল, মেয়ে যেন পড়াশোনায় মনোযোগী থাকে, ভালো ফল করে এগিয়ে যায় জীবনে। সেই স্বপ্নই পূরণ করতে বাবার শোকে মুহ্যমান হয়েও পরীক্ষা দিতে বসেছে প্রিয়া। বাবার শেষ ইচ্ছে পূরণের সংকল্পে সে দৃঢ়প্রতিজ্ঞ।
স্কুলের পোশাক নয়, লাল পাড় সাদা শাড়ি পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ উপস্থিত শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা প্রিয়ার এই মানসিক দৃঢ়তা দেখে বিস্মিত ও গর্বিত। তার বন্ধুরাও তাকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে। সবার একটাই আশা প্রিয়া ভালো ফল করবে এবং বাবার স্বপ্নপূরণ করতে পারবে।
এক কঠিন মানসিক পরীক্ষার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে প্রিয়া। জীবনের প্রথম বড় পরীক্ষায় বাবার আশীর্বাদকেই সে সবচেয়ে বড় ভরসা মনে করছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কষ্ট-সংগ্রামের প্রতিদান সে নিশ্চয়ই পাবে।

About Prabir Mondal

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *