টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারী-তারকেশ্বর রোডের জামালপুরের চৌবেরিয়া পুল সংলগ্ন এলাকায়। আহত ছাত্রীর নাম শিবানী হাটি পূর্ব বর্ধমানের জৌগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী সে।
জানা যায়, সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, সেই মতো এদিন সকালে পরীক্ষা দিতে আত্মীয়ের বাইকে করে পরীক্ষাকেন্দ্র বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল সে। তখনই দ্রুত গতিতে আসা একটি বাস ঐ বাইকটিকে ওভারটেক করে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তা থেকে নিচের খালের মধ্যে নেমে যায় এবং গুরুতর জখম হন এই মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জামালপুর হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন জামালপুর ব্লকের বিডিও ও পুলিশ প্রশাসন।