Breaking News

সোমবার থেকে শুরু মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সোমবার সকাল ১০টা থেকে রাজ্যে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে প্রথম দিনে বাংলা পরীক্ষা শেষ হয়েছে। এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। যার মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন ছাত্র ও ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছেন। মোট ২ হাজার ৬৮৩টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
পরীক্ষার প্রথম দিন সকাল সাড়ে ৯টার মধ্যে হলে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় দিন থেকে সকাল ১০টাতেও পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন।
সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আর জীবনে প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা। মনে একটু ভয়ভীতি নিয়ে সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছে তারা। পরীক্ষা শুরুর প্রায় কয়েক ঘন্টা আগে পরীক্ষাকেন্দ্রে হাজির হয়েছেন তারা। এমনি ছবি দেখা গেল বর্ধমান দু’নম্বর ব্লকের জোতরাম বিদ্যাপীঠে। এদিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মুখে কড়া নজরদারি ব্যবস্থা করা থাকে। পরীক্ষার হলে কেউ মোবাইল নিয়ে প্রবেশ করলে তাঁর পরীক্ষা বাতিল করা হবে। শুধু মোবাইল নয়, কোনো স্মার্ট গ্যাজেট নিয়ে প্রবেশ করলেও সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। পাশাপাশি প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে থাকছে চিকিৎসা পরিষেবা।

জীবনে প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ছাত্র-ছাত্রীরা। তাই তাদের একটু উৎসাহ দিতে গোলাপ ফুল, কলম, জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পথে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে এ সকল উপহার সামগ্রী তুলে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা ঠিক তেমনি এদিন বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েত ও বৈকুন্ঠপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোতরাম বিদ্যাপীঠে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে এই সকল উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজাদ রহমান সহ আরও অনেকে।

About Prabir Mondal

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *