টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ সরকারী হাসপাতালে বিশ্ব বাংলার লোগোর বদলে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো! নজিরবিহীন ঘটনা দুর্গাপুর মহকুমা হাসপাতালের। সরকারী এই হাসপাতালের সিসিইউ ইউনিটের ঠিক সামনে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাদার কেয়ার সম্পর্কে একটি বিশেষ বিজ্ঞপ্তি, যেখানে মা শিশুর যত্ন কিভাবে নিতে হবে সেটা নিয়ে বিশেষ কিছু বার্তা রয়েছে, আর সেখানে জ্বলজ্বল করছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। এক কথাতে বাংলার সরকারের বিশ্ব বাংলার লোগোর বদলে এক্কেবারে বাংলাদেশ সরকারের লোগো লাগানো বিজ্ঞাপন। যা দেখে অবাক রুগীর আত্মীয়রা।
এটা বাইরের কেউ বা কারোর কাজ বলে মন্তব্য করে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিভাগীয় তদন্ত শুরুর আশ্বাস দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মণ্ডলের। এরপরেই খুলে দেয়া হয়েছে ঐ পোস্টার।
