সাইবেরিয়ায় কুংফু কন্যা! ‘ওয়ার্ল্ড স্কুল গেমস’-এ ব্রোঞ্জ জিতে নজরে ঈধা

Prabir Mondal
2 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে বাংলার মেয়ের উজ্জ্বল উপস্থিতি। রাশিয়ার সাইবেরিয়ায় আয়োজিত “ওয়ার্ল্ড স্কুল গেমস”-এর ক্যারাটে বিভাগে ব্রোঞ্জ পদক জিতে দেশকে গর্বিত করল পূর্ব বর্ধমানের ঈধা চক্রবর্তী। অষ্টম শ্রেণির ছাত্রী এই কিশোরী প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়ে নজর কাড়ল অসাধারণ পারফরম্যান্সে।

ঈধা শহরের একটি নামী বেসরকারি স্কুলের ছাত্রী। ছোট থেকেই ক্যারাটের প্রতি ছিল প্রবল আগ্রহ। সময়ের সঙ্গে সঙ্গে সেই আগ্রহ পরিণত হয়েছে দৃঢ়তায়, আর দীর্ঘ অনুশীলনের পরিশ্রমই এনে দিল আন্তর্জাতিক পদক। ভারতীয় ক্যারাটে দলের হয়ে সাইবেরিয়ায় গিয়ে একাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতে নেয় সে।

এই কৃতিত্বের নেপথ্যে রয়েছেন তার কোচ সন্দীপ ঘোষ। ঈধার পারফরম্যান্স নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনিও। তাঁর কথায় “ঈধা খুবই প্রতিভাবান ও পরিশ্রমী। আমরা অনেকদিন ধরেই ওকে প্রস্তুত করছিলাম এই প্রতিযোগিতার জন্য। আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ জেতা সত্যিই একটা বড় গর্বের বিষয়।”

কেবল কোচ নয়, ঈধার পরিবারেরও মুখে আনন্দের হাসি। তারা জানাচ্ছেন, পড়াশোনার দিক থেকেও ঈধা সমান যত্নবান। আগামী দিনে আরও বড় মঞ্চে সাফল্যের লক্ষ্যে এগিয়ে চলেছে সে।

জেলার ক্রীড়ামহল, বিদ্যালয়, এমনকি প্রতিবেশীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে। জেলা ক্রীড়া সংস্থার তরফে শীঘ্রই তার সংবর্ধনার আয়োজন করা হতে পারে বলেও জানা গেছে। রাজ্যের উঠতি প্রতিভাদের কাছে ঈধার এই জয় এখন নতুন অনুপ্রেরণা। বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে জয় ছিনিয়ে আনার এই কাহিনি আগামী প্রজন্মকে পথ দেখাবে, এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *