জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বেডে বসেই শেষ দিনের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিলেন। ওই পরীক্ষার্থী মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। জানা যায়, মন্তেশ্বরের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে তার পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা কেন্দ্রের তথা মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ওই ছাত্রী উচ্চ মাধ্যমিকের শেষ দিনের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে আসে। পরীক্ষা কেন্দ্রের প্রায় ঘন্টাখানেক পরীক্ষা দেওয়ার পর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। তারপর পরীক্ষার কেন্দ্রের শিক্ষকরা, পুলিশ প্রশাসনের সাহায্য মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। চিকিৎসার পর কিছুটা সুস্থ হওয়ায় পরীক্ষা দেওয়ার জন্য মানসিক প্রস্তুত হয় ওই ছাত্রী এবং হাসপাতালেই ওই পরীক্ষার্থীর পরীক্ষার নেওয়ার ব্যবস্থা করা হয়। এই দিন ওই পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থার সব রকম সহযোগিতা করেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি ও পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ। পরীক্ষা দেওয়ার পরও ওই পরীক্ষার্থী অসুস্থ থাকায় মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
