টুডে নিউজ সার্ভিস: আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের লাকুর্ডি কালিন্দী পাড়ায় একটি শোকসন্তপ্ত পরিবারের সকলকেই সমবেদনা জানিয়ে সামাজিকীকরণ বার্তা, সামাজিকীকরণ সাংস্কৃতিক সংস্থা, সামাজিকীকরণ বার্তা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে কাগজ, থার্মোকল, প্ল্যাস্টিকের থালা বাটি গ্ল্যাস ব্যবহারে শারীরিক কি কি ক্ষতি হতে পারে সেবিষয়ে আলোকপাত করেন সমাজকর্মী ডাঃ সৌমেন সিংহ রায়, সমাজকর্মী সন্দীপ বক্সি, সমাজকর্মী জগদীশ মন্ডল, সমাজকর্মী সামু সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কানাই লাল বিশ্বাস।