টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ভিন রাজ্য থেকে লক্ষাধিক টাকার সোনা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে এক যুবককে জামালপুর থেকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। জানা যায়, হরিয়ানার রোটক সিটি এলাকায় সোনার কাজের আড়ালে লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে পালিয়েছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার রামনাথপুর এলাকার বাসিন্দা সেখ সুমন। তদন্তে নেমে হরিয়ানা পুলিশ জামালপুর থানার পুলিশের সহায়তায় সেখ সুমনকে গ্রেফতার করল বুধবার।
পুলিশ সূত্রে খবর, শেখ সুমন ৮ বছর আগে সোনা-রুপোর কাজের জন্য হরিয়ানার রোটক সিটিতে গিয়েছিল এবং সেখানে নিজের দোকান চালাত। বিভিন্ন সোনার দোকান থেকে সোনা নিয়ে ডিজাইনের কাজ করত সে। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি হঠাৎ লক্ষাধিক টাকার সোনা নিয়ে উধাও হয়ে যায়। এরপর স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা হরিয়ানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে হরিয়ানা পুলিশ জামালপুর থানার সাহায্যে শেখ সুমনকে তার রামনাথপুর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। বুধবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ট্রানজিট রিমান্ডের মাধ্যমে অভিযুক্তকে হরিয়ানায় নিয়ে যাওয়া হবে।