যুগ বদলেছে, সোশ্যাল মিডিয়ার দাপটে হারাচ্ছে গ্রিটিংস কার্ড

Prabir Mondal
1 Min Read


প্রবীর মণ্ডল, বর্ধমানঃ যুগ বদলেছে, সোশ্যাল মিডিয়ার দাপটে প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রিটিংস কার্ড। ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে এখন কে যাবে কার্ড কিনতে? হারিয়ে গেছে সবকিছু। প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়ার, আর শেষ হয়েছে পুরানো কিছু স্মৃতি। আগে এক সময় এত কার্ড বিক্রি হতো যে এখন সেই ছবি অতীত। বর্তমানে মোবাইল হারিয়ে দিয়েছে সব কিছুকেই। শুভেচ্ছা এখন আর কার্ডে নয় মোবাইলে। তাই মূল্যহীন কার্ড কিনে আর কেউ চান না সময় এবং অর্থ নষ্ট করতে। কিছু কিছু জায়গায় বিক্রি হয় হয়তো, তবে খুব সামান্য। হারিয়ে গেছে, সেই কার্ড কেনার আনন্দ। মোবাইল হারিয়ে দিয়েছে গ্রিটিংস কার্ডকে।


বুধবার ইংরেজি নববর্ষে বর্ধমানে দেখা গেল গ্রিটিংস কার্ডের পসরা সাজিয়ে বসা দোকান প্রায় কয়েকটা। বিক্রেতারা জানান, আগের থেকে অনেক কমেছে কার্ডের বিক্রি। ২ টাকা থেকে ২৫০ পর্যন্ত কার্ড পাওয়া গেলেও ৪০-৫০ কার্ড বেশি বিক্রি হচ্ছে। এখন প্রায় সকলে মোবাইলের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে। এখন কয়েকজন মাত্র স্কুল পড়ুয়াই এই গ্রিটিংস কার্ড কিনতে আসছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *