টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আদিবাসী উন্নয়ন সংস্থা ট্রাইফেড এবং বর্ধমান জুট বেস্ড গার্মেন্টস কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির যৌথ উদ্যোগে ‘আমার গ্রাম’ কর্মসূচীর আয়োজন করা হলো বুধবার পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামে শোকাডাঙ্গার আদিবাসী অধ্যুষিত এলাকায়। এই কর্মসূচিতে এদিন যোগ দিতে এবং এলাকা পরিদর্শনে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি গ্রামের আদিবাসীদের সাথে তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন। তাদের সাথে মধ্যাহ্নভোজও সারেন এবং ঘুরে দেখেন তাঁদের তৈরি হস্তশিল্প সামগ্রীও।
পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদিবাসী এলাকার সামাজিক উন্নয়নের কর্মসূচির অঙ্গ হিসেবে আমার এই পরিদর্শন। এদিন রাজ্যপালকে সামনে পেয়ে গ্রামবাসীরা তাদের এলাকার অনুন্নয়নের কথা জানালেন। বললেন গ্রামে এখনও পর্যন্ত রাস্তা হয়নি। আবাস যোজনার ঘর আসেনি, পানীয় জলের ব্যবস্থা নেই। রাজ্যপাল গ্রামবাসীদের সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দেন।
Social