টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ নারী সুরক্ষার জন্য রাজ্যে অপরাজিতা বিলও পাশ হয়েছে। কিন্তু এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। সেই দাবিতে শনিবার বর্ধমান শহরের টাউন হল থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত মিছিল করলো পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্বে ছিলেন বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত।
আরজি কর আবহে নারী ও শিশুদের উপর নির্যাতন বন্ধে কোঠরতম শাস্তি কার্যকর করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ‘অপরাজিতা বিল’ পাশ করান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যতঃ রাজ্যের চাপে পড়ে রাজ্যপাল এই বিলটি দিল্লিতে পাঠিয়ে দেন। কিন্তু এখনও আইন রুপান্তরিত হয়নি এই বিল। তাই অবিলম্বে রাজ্যপালের স্বাক্ষরের দাবিতে পথে নামল মহিলারা।
Tags burdwan district Politics west bengal
Social