টুডে নিউজ সার্ভিস, কালনাঃ হিমঘরে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বাস্ট করে মৃত দুই শ্রমিকের, এলাকায় আতঙ্ক। ঘটনাটি ঘটেছে কালনা দু’নম্বর ব্লকের ভবানন্দপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে কালনা ভবানন্দপুরে একটি হিমঘরে কাজ চলাকালীন মেশিন রুমে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বাস্ট করে, দুজন শ্রমিকের ঘটনাস্থলে মারা যায়, হিমঘর সূত্রে জানা গেছে। মৃত শ্রমিকরা হলেন সজল ঘোষ ও সর্বান প্রসাদ শর্মা। ঘটনায় কয়েকজন আহত হয়েছে, তাদের উদ্ধার কালনা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
