মুখ্যমন্ত্রীর ধমকের পর নিউ মার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পুলিশের

টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ মুখ্যমন্ত্রীর ধমকের পর নড়েচড়ে বসল পুলিশ, ফুটপাথ দখল মুক্ত করতে অভিযানে নামল নিউ মার্কেট থানার পুলিশ। নিউ মার্কেট অঞ্চলে বেআইনি হকার দের বিরুদ্ধে অভিযান চালিয়ে তুলে দেওয়া হল তাদের। যারা টাউন ভেন্ডিং কমিটির নিয়ম মেনে হাকারী করছেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল নিউ মার্কেট থানার পুলিশ। নবান্ন থেকে পুলিশকে ভৎসনা করার পর নড়েচড়ে বসতে বাধ্য হল তারা। এদিন নিউ মার্কেট অঞ্চলে বেআইনি ভাবে ব্ল্যাক পিচে বসা হকার দের দুকানপাঠ তুলে দেয় পুলিশ। বেশ কয়েকজন বেআইনি হকারদের আটক করে নিউ মার্কেট থানা পুলিশ।

গতবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ মার্কেট অঞ্চলে বেআইনি ভাবে হকার বসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার পরে মেয়র ফিরহাদ হাকিম নিজেই পথে নেমে বেআইনি হকার দের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তার পরেও দুর্গা পুজোর সময় আবার নতুন করে বেআইনি হকার দের সংখ্যা বৃদ্ধি হতে থাকে নিউ মার্কেট অঞ্চলে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশের পর আবার নড়েচড়ে বসল কলকাতা পুলিশ।

About Prabir Mondal

Check Also

রাস্তার মধ্যে রেশন ডিলারকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *