টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বি পজেটিভ রক্তের প্রয়োজন স্বামীর, রক্তের জন্য হন্যে হয়ে পূর্ব বর্ধমান জেলার কালনা হসপিটালে শনিবার এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছেন অসহায় স্ত্রী, এরপরই তা নজরে পরে কালনা মহকুমা হসপিটালের পুলিশ ক্যাম্পের এক পুলিশকর্মী সোমনাথ ঘোষের। সাথে সাথেই তারই সহকর্মী মহিলা পুলিশকর্মী মাম্পি ঘোষকে গিয়ে তিনি তা বলেন, অসহায় ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়ে নিজেই রক্তদান করে রক্ত তুলে দিলেন তার হাতে মাম্পি ঘোষ।
জানা গিয়েছে, শ্বাসকষ্ট এবং বার্ধক্য জনিত নানান সমস্যা নিয়ে কালনা হসপিটালে চিকিৎসাধীন বাঘনাপাড়া পঞ্চায়েতের মাজিদা এলাকার রামাপদ দাস। চিকিৎসক তাকে রক্ত দিতে হবে বলে পরিবারকে জানায়, কিন্তু কালনা মহকুমা হসপিটালে ব্লাড ব্যাংকে সর্বসাকুল্যে ব্লাডের সংখ্যা মাত্র চার ইউনিট। আর সেই মুহূর্তে অসহায় ভাবে কালনা হসপিটালে ঘোরাঘুরি করছিলেন তার স্ত্রী লক্ষ্মী দাস। হসপিটালের মধ্যেই কান্নাকাটি দেখে তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে রক্তদান করেন পুলিশ কর্মী মাম্পি ঘোষ। পুলিশ কর্মীর এই মানবিকতায় খুশি তার গোটা পরিবার।
