Breaking News

বাবার দ্বিতীয় বিয়েতে আপত্তি করায় খুন হতে হলো ছেলেকে

টুডে নিউজ সার্ভিস, মালদহঃ  বাবার দ্বিতীয় বিয়েতে আপত্তি তুলছিল ছেলে। সেজন্য ছেলেকে বাবা এবং কাকা মিলে শ্বাসরোধ করে খুন করে ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহি এলাকায়। মৃতের নাম রাজ মোমিন (২০)। ঘটনায় মৃত যুবকের বাবা সরফরাজ আলম এবং কাকা ডনি মোমিনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
মৃতের রাজ মোমিন দুই বছর আগে মাধ্যমিক স্তরের মাদ্রাসা পরীক্ষা শেষ করেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিল। সে তার বাবার ইলেক্ট্রিকের দোকান দেখভাল করতো। কিন্তু ওই যুবকের বাবা সরফরাজ আলমের সঙ্গে তার স্ত্রীর সামিমা বিবির কয়েক বছর আগে সম্পর্কের বিচ্ছেদ হয়। এরপর সরফরাজ আলম অন্য এক জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিল ছেলে রাজ মোমিন । কিন্তু, তার ওপর জুটতো মারধোর। কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করে সরফরাজ আলম। সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করাতেই ওই যুবককেই শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।মৃতের মামা সামিম নাদাব এবং এক মাসি শাবানা বিবি জানিয়েছেন, তার দিদিকে জামাইবাবু সারফারাজ আলম অনেকদিন আগেই মারধর দিয়ে তাড়িয়ে দেয়। ভাগ্নে রাজ মোমিন ইলেকট্রিকের ব্যবসা দেখভালের জন্য বাবার সাথে থাকতো। মাঝেমধ্যে তার মায়ের সঙ্গে আসতো দেখা করতে। কিন্তু তার এক কাকা ডনি মোমিন এবং জামাইবাবু সরফরাজ আলম রাজ মোমিনের ওপর নানান অজুহাতে অত্যাচার চালাচ্ছিল। কারণ, আমার জামাইবাবু দ্বিতীয় বিয়ে করেছিল। এনিয়ে প্রতিবাদ করেছিল ভাগ্নে। রবিবার রাতে ওদের বাড়িতেই ভাগ্নেকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

About Prabir Mondal

Check Also

বর্ধমান থেকে গ্রেফতার আরও এক অনুপ্রবেশকারী

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাংলাদেশী অনুপ্রবেশকারীর পর ফের অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বর্ধমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *