Breaking News

বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদে জোর দিতে কৃষকদের প্রশিক্ষণ শিবির

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ টিআরএফএ ওয়েল স্পিড প্রকল্পে ২০২৪-২০২৫ অর্থ বর্ষের অধীনে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ ও বর্ধমান-২ ব্লক সহ কৃষি অধিকর্তার করণের ব্যবস্থাপনায় বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক অনুষ্ঠান বাড়িতে এলাকার কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের শিবিরে উপস্থিত চাষীদের বিজ্ঞানসম্মত বিষয়ে সরিষা চাষ সহ নানান ধরনের কৃষিজাত ফসল উৎপাদনের বিষয়ে আলোকপাত করেন উপস্থিত জেলা ও ব্লকের কৃষি আধিকারিকেরা। বিশেষ করে উল্লেখ করেন যে শুধুমাত্র ধান চাষের উপর নির্ভর না থেকে লাভজনক বিজ্ঞানসম্মত উপায়ে চাষের উপরে ও জোর দেওয়া প্রয়োজন এবং জৈব সারের উপকারিতা। ফসলের ক্ষেত্রে ঔষধ প্রয়োগের নির্দিষ্ট সময়সীমা ও ঔষধের পরিমান সহ নানান বিষয়ে চাষীদের অবগত করেন উপস্থিত আধিকারিকরা।
বর্ধমান-২ সহ কৃষি অধিকর্তা দেবশ্রী দত্ত মুদি বলেন, বিজ্ঞান সম্মতভাবে চাষ ব্যবস্থাপনা করলে চাষীরা ভালো মতন লাভের মুখ দেখবেন। তিনি আরও বলেন, ধান উঠে যাওয়ার পরে আলু চাষ শুরু করেন চাষিরা। তখন মাঠে পড়ে থাকা নাড়া পোড়ানো হচ্ছে। এতে জমি উর্বর হয় বলে চাষিদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণাও কাজ করে। তবে জমি উর্বর হওয়া তো দূরে থাক, নাড়া পোড়ানোর ফলে উল্টে মাটি নিজের উর্বর শক্তি হারাচ্ছে।
এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান-২ ব্লক সহ কৃষি অধিকর্তা দেবশ্রী দত্ত মুদি, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা সহ এলাকার প্রায় ১০০ উপরে কৃষক।

About Prabir Mondal

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *