Breaking News

পবিত্র রমজান শেষে খুশির ঈদ পালন


টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পবিত্র রমজান শেষে সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার জামালপুরেও সাড়ম্বরে পালিত হচ্ছে খুশির ঈদ। সোমবার এই বিশেষ দিনে বত্রিশবিঘা ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদের বিশেষ নামাজ। সকাল ৭টার মধ্যেই গ্রামের সকল মানুষ ঈদগাহে উপস্থিত হন নামাজ আদায়ের জন্য। এদিন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান। তিনি তাঁর পুত্রকে সঙ্গে নিয়েই ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর ইমাম সাহেব ধর্মীয় উপদেশ দেন, যা উপস্থিত মুসলিমদের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেয়।

এরপর সবাই পরস্পরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মুসলিম সম্প্রদায়ের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ-উল-ফিতর অন্যতম। এই বিশেষ দিনে মেহেমুদ খান জামালপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

About Prabir Mondal

Check Also

আইসক্রিমের লোভ দেখিয়ে ইট ভাটার ৭ বছরের নাবালিকার উপর পাশবিক অত্যাচার

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ইট ভাটার মধ্যে ৭ বছরের নাবালিকাকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *