টুডে নিউজ সার্ভিসঃ ভারতের বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক বাংলাদেশী ছাত্র বাংলাদেশে ফেরার পথে পেট্রাপোল বন্দর এলাকা থেকে তার ডলার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় | সেই অভিযোগের তদন্ত নেমে পেট্রাপোল থানার পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতর নাম আপন মণ্ডল, বাড়ি পেট্রাপোল থানা এলাকায়। ধৃতকে নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের বহু যাত্রীরা যাতায়াত করে। সে কারণে বন্দর এলাকায় রয়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র। এলাকায় বহু যুবক আছে যারা প্যাসেঞ্জারদের বিভিন্ন কাউন্টারে ডেকে নিয়ে যায়। বাংলাদেশী ছাত্র অমিত মুখার্জি ভারতের শিবাজি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং তিনি পিএইচডি সম্পূর্ণ করে।
গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে বাড়ি ফিরছিল। অভিযোগ পেট্রাপোল বন্দরে আসার পর তাকে ডলার বিনিময় কেন্দ্রে নিজের নাম করে তার কাছে থাকা ৩০০ ডলার কেড়ে নিয়ে পালিয়ে যায় এক দুষ্কৃতী। এরপরেই ওই ছাত্র পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ছিনতাইকারিকে গ্রেফতার করে।
স্থানীয়দের অভিযোগ পেট্রাপোল বন্দর এলাকায় বহু যুবক আছে যারা ভারতে আসা বা ভারত থেকে যাওয়া মানুষজনকে সহযোগিতা করবার জন্য এগিয়ে তাদের উপর জোর জুলুম করে ভয় দেখায়।