Breaking News

শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বামেদের জেলা কনভেনশন নিয়ে বামেদের সাংবাদিক বৈঠক

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কৃষক স্বার্থ বিরোধী কর্পোরেট কৃষি-নীতির বিরুদ্ধে ও বিদ্যুৎ বিল ২০২৩ বাতিলের দাবিতে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলা কৃষক কনভেনশন নিয়ে বৃহস্পতিবার বর্ধমান গঙ্গাকিশোর ভট্টাচার্য্য প্রেস কর্ণারে সাংবাদিক বৈঠক করেন অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠন, কৃষি ও কৃষক বাঁচাও কমিটি ও কৃষক ঐক্য মঞ্চ।

এদিন অল ইন্ডিয়া কিষান খেতমজুর সংগঠনের সম্পাদক শেখ মোজাম্মল হক বলেন, “স্বাধীনতার বয়স আজ ৭৭ বছর অতিক্রান্ত হলেও কৃষকদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যেখানে দেশের ৭০ ভাগ মানুষ পৃথিবীর উপর নির্ভর করে তাদের জীবন যাপন করেন দেশের খাদ্য স্বয়ংভর তার কারিগর কৃষক সমাজ আজ চরম দুর্দশা ধুঁকছে । আমরা দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে পূর্ব বর্ধমান জেলায় যা কিনা শস্য ভান্ডার নামে পরিচিত সেখানে কৃষক জীবনের জ্বলন্ত সমস্যা গুলির সমাধানের দাবিতে তিনটি কৃষক সংগঠনকে নিয়ে সম্মিলিত মঞ্চ করে তোলে আগামী দিনের সমস্ত জেলা জুড়ে লাগাতার দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তুলতে আগামী ৯ জানুয়ারি বর্ধমান টাউন হলে কৃষক কনভেনশনের আয়োজন। এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দিল্লির কৃষক আন্দোলনের নেতা শঙ্কর ঘোষ‌।”এই বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের সম্পাদক সেখ মোজাম্মেল হক, কৃষি ও কৃষক বাঁচাও কমিটির সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু, কৃষক ঐক্য মঞ্চের সভাপতি উৎপল কুমার রায় সহ আরও অনেকে।

About Prabir Mondal

Check Also

মুখ্যমন্ত্রীর ধমকের পর নিউ মার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পুলিশের

টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ মুখ্যমন্ত্রীর ধমকের পর নড়েচড়ে বসল পুলিশ, ফুটপাথ দখল মুক্ত করতে অভিযানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *