টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ পেটে খিচুনি দিয়ে হচ্ছে বমি। রাত বাড়তেই বাড়তে থাকে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে আরও বেশ কিছু। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কাঁকসার মলানদিঘীর আকন্দারায়। তারপরেও সিল করা হয়নি এলাকার টিউবওয়েল, দেওয়া হয়নি পরিশ্রুত পানীয় জল বলে অভিযোগ স্থানীয়দের।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকেই বমি, পায়খানা শুরু হয় গ্রামের বহু মানুষের। সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে বমি পায়খানা এবং অসুস্থের সংখ্যা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকার বেশ কিছু জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, দুর্গাপুরের ইএসআই হাসপাতাল ও মলানদিঘীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মলানদিঘী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রাজিব নন্দী বলেন, “ডায়রিয়া জাতীয় এই রোগ। এখনও পর্যন্ত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অসুস্থ আরও বেশ কিছু জনকে দেওয়া হচ্ছে ওষুধ এবং বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের খোঁজ নেওয়া হচ্ছে।”
Social