Breaking News

মহাশিবরাত্রিতে আকন্দ ফুলের চাহিদা বেড়েছে, বাজারে দামও ঊর্ধ্বমুখী

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বুধবার মহাশিবরাত্রি। শিবভক্তরা এই পবিত্র তিথিতে মহাদেবের পূজায় নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে অংশ নেন। শাস্ত্র অনুযায়ী, শিবের আরাধনায় আকন্দ ফুল নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা জীবনের নানা সমস্যার সমাধানে সহায়ক। এই বিশ্বাসকে কেন্দ্র করে বর্ধমানের বিভিন্ন বাজারে আকন্দ ফুলের চাহিদা ও দাম উভয়ই বেড়ে গেছে।


সাধারণত গ্রামবাংলায় আকন্দ গাছকে বিষাক্ত মনে করা হলেও হিন্দু ধর্মে এটি বিশেষভাবে পবিত্র। শাস্ত্র মতে, ভগবান গণেশের অধিষ্ঠান আকন্দ গাছে, আর মহাদেবের অন্যতম প্রিয় ফুল এটি। তুলসী ও অশ্বত্থ গাছের মতোই আকন্দ গাছও পূজার উপযোগী বলে ধরা হয়।
শিবরাত্রিতে আকন্দ ফুল নিবেদন করলে সুখ, সমৃদ্ধি ও শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয়। পাশাপাশি, শনিদেবের কৃপা পাওয়ার জন্যও এই ফুল গুরুত্বপূর্ণ। এই বিশ্বাসের কারণেই মহাশিবরাত্রির আগে আকন্দ ফুলের বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যার ফলে  দামও বৃদ্ধি পেয়েছে।


শিবভক্তদের কাছে আকন্দ ফুল শুধুমাত্র পূজার উপকরণ নয়, বরং এটি এক আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক। তাই মহাশিবরাত্রির প্রাক্কালে বাজারে আকন্দ ফুলের কদর তুঙ্গে পৌঁছেছে।


ফুল বিক্রেতা রিতা রুইদাস জানান, “শিবরাত্রির জন্য আকন্দ ফুল, ধুতুরা ফুল, বেলপাতা, বেল বিক্রি করছি। আকন্দ ফুলের মালা ১০ টাকা, ২০ টাকা, এমনকি ৫ টাকাতেও বিক্রি হচ্ছে, প্রত্যেক বছর এই সময়ে একটু বাড়তি ইনকামের আশায় আমরা গ্রাম থেকে বিভিন্ন ফুল তুলে বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় বসি।”

About Prabir Mondal

Check Also

অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন নিয়ে বেসরকারী ব্যাঙ্কে উত্তেজনা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান শহরে একটি বেসরকারি ব্যাঙ্কে অমরনাথ যাবার জন্য রেজিস্ট্রেশন করার নোটিফিকেশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *