Breaking News

ফুরফুরা শরীফে ইফতার পার্টির অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

টুডে নিউজ সার্ভিস, হুগলীঃ দীর্ঘ প্রায় ন’বছর পরে ফুরফুরায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মুসলিম ধর্মাবলম্বী মানুষদের রমজান মাস চলছে সেই রমজান উপলক্ষে সোমবার বিকেলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের অন্যতম স্থান হুগলি জেলার ঐতিহাসিক ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে সোমবার যোগদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার খবর ছড়িয়ে পড়তেই হুগলি জেলার দূরদূরান্ত থেকে বিভিন্ন মানুষ ফুরফুরা শরীফের ভিড় জমাতে থাকেন এক ঝলক মুখ্যমন্ত্রীকে – দেখার জন্য। সোমবার সকাল থেকে চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে ডানকুনি থেকে শুরু করে ফুরফুরা শরীফ সমস্ত জায়গায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল চারটেয় এসে পৌঁছায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। উপস্থিত ছিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী, বিধায়ক স্বাথী খন্দকর, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, মৎস্য ও পূর্ত কর্মদক্ষ নির্মাল্য চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডাক্তার সুবীর মুখার্জি সহ। ফুরফুরা শরীফের পীরজাদারা এবং শতাধিক সংখ্যালঘু ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন এই ইফতার পার্টিতে।


এদিন ফুরফুরা শরীফে বক্তৃতা রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি দুর্গাপুজো-কালীপুজো করলে প্রশ্ন ওঠে না তো! তা হলে এখন প্রশ্ন উঠছে কেন? আমি সব ধর্মের সব অনুষ্ঠানে যাই। আমি ক্রিসমাসে যাই, গুরুদ্বারে যাই, রমজ়ানে যাই, ইফতারেও যাই। বাংলার মাটি সম্প্রীতির মাটি।’’

About Prabir Mondal

Check Also

ট্রাকে উঠে হনুমানজির পতাকা বাঁধলেন বিজেপি নেতা

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে ক্রমেই। সম্প্রতি কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *