Breaking News

রাজ্যে শিল্প লগ্নির খোঁজে লন্ডন সফরে বাংলার মুখ্যমন্ত্রী

টুডে নিউজ সার্ভিসঃ বিমান বিভ্রাট সামলে অবশেষে শনিবার লন্ডন পাড়ি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিমানে প্রথমে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী। তারপর দুবাই থেকে সরাসরি লন্ডনের বিমান ধরবেন তিনি। মুখ্যমন্ত্রী মতে “চিত্র বিমানবন্দরের সমস্যার জন্য যে বিমান চলাচলে বিভ্রাটের জন্য এই সফরসূচি জটিল হয়েছে। কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা না থাকায় সমস্যা হয়েছে। এর ফলে সারারাত ধরে জার্নি করতে হবে। পাশাপাশি মাত্র চার পাঁচ দিন সময় পাওয়া যাবে যার মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বক্তৃতা সহ বাণিজ্য বৈঠক, ভারতীয় দূতাবাসের প্রোগ্রাম ও অন্যান্য কর্মসূচি পালন করতে হবে।”
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী রাজ্যের মুখ্যসচিব, সরকারি ও শিল্প জগতের প্রতিনিধিরাও। উল্লেখযোগ্য, গতকাল থেকে হিথরো বিমানবন্দরের কাছেই অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকার কারণেই বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় হিথরোয়। তার জেরেই মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হয়। এদিন সকালের পরিবর্তে রাতের বিমানে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রের অনুমতি নিয়ে এবং প্রধানমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়েই তাঁর লন্ডনযাত্রা।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যে লগ্নি প্রস্তাব এসেছে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে যে আমন্ত্রণ আসে তার প্রেক্ষিতেই মমতার এই সপারিষদ লন্ডন যাত্রা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। পাল্টা হিসেবে যারা বিতর্ক তৈরি করেছেন তাদের “গণশত্র” হিসেবে চিহ্নিত করেছেন মমতা। বরং আগে বিদেশ সফরে গিয়ে বিদেশীদের চোখে বাংলা সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা রয়েছে বলে দাবি করে সেই ধারণার বদল প্রয়োজন বলেও জানান মমতা। তাই রাজ্যের প্রশাসনিক ও দলীয় রাজনৈতিক কাজকর্মে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে আলাদা আলাদা করে টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন মমতা। রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা ” চার-পাঁচ দিনের জন্য বাইরে যাচ্ছি। আপনারা সবাই শান্তিতে থাকুন, সুস্থ থাকুন।”

About Prabir Mondal

Check Also

আট বছরের পুরনো মামলায় দোষী সাব্যস্ত হয়েই হাসপাতালে ৪ তৃণমূল নেতা, সাজা ঘোষণা স্থগিত রাখলো আদালত

প্রবীর মণ্ডল, বর্ধমানঃ আট বছরের পুরনো তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ মামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *