টুডে নিউজ সার্ভিসঃ “আমাদের মুখ্যমন্ত্রীর কোনো লজ্জা নেই। শিয়ালদা কোর্টে রায় দেখছেন তবুও ক্ষমতা আঁখলে বসে আছে। তারা বলছেন, আমরা অন্যের কাছে প্ররোচিত হয়ে একথা বলছি। আসলে এইসব নয়, উনি আমাদের অভিভাবক। একজন অভিভাবকের চরিত্র যদি এমন হয় তাহলে সেই পরিবারের সবার চরিত্র কেমন আপনারা সবাই পরিষ্কার করে বুঝে নিন।” মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে বিস্ফোরক মন্তব্য অভয়ার বাবা-মায়ের।
