টুডে নিউজ সার্ভিসঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ৩২ হাজার চাকরি বাতিল মামলা থেকে সরলেন বিচারপতি নিজেই। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন । সোমবার থেকেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষায় ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ থেকে মামলা সরে অন্য ডিভিশন বেঞ্চে এই মামলা পাঠানো হবে। নতুন কোনো ডিভিশন বেঞ্চে মামলা যাবে তা স্থির করবেন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়ের নির্দেশে প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল হয়। মেডিকেল দুর্নীতির একটি মামলা ঘিরে বিতর্কে জড়ান বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেন। এরপর উচ্চ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ছেড়ে দেন বিচারপতি সেন। আজ প্রাথমিক ৩২ হাজার চাকরি বাতিল মামলা থেকেও সরে দাঁড়ালেন বিচারপতি সেন। যেহেতু হাইকোর্টের মাস্টার অফ রোস্টার বলা হয় প্রধান বিচারপতিকে। সে কারণেই এই মামলা অন্য কোন ডিভিশন বেঞ্চে যাবে তা স্থির করবেন প্রধান বিচারপতি নিজেই। আপাতত কোন ডিভিশন বেঞ্চে এই মামলা স্থানান্তরিত হয় সেদিকেই ভাগ্য ঝুলে থাকবে বত্রিশ হাজার প্রাথমিক চাকরিপ্রার্থীর।