টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ ফের কলকাতা শহরে বেপরোয়া বাস। এবার বাসের ধাক্কা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে। সূত্রের খবর, চালকের আসনের পাশে বসে ছিলেন সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। সেই সময় ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে।জানা গিয়েছে চালকের আসনের দিকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার অভিঘাতে সানার গাড়ি উল্টে যাচ্ছিল, কিন্তু চালকের তৎপরতায় বেঁচে চায় সানার গাড়ি।গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের জন্য আঘাত লাগেনি সানার। বাসটি আমতাগামী বাস ছিল বলে স্থানীয় সূত্রে খবর। থানায় অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। অভিযোগ পেয়ে তৎপর হয় কলকাতা পুলিশ, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাসচালককে।
Tags Accident district west bengal
Check Also
রাস্তার মধ্যে রেশন ডিলারকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান …
Social