দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। জানা যায়, পিক আপ ভ্যানের পাশ কাটাতে গিয়ে উল্টে যায় বাসটি। বাসটি কলকাতার কসবা থেকে আসা মুকুটমণিপুরগামী বাসটি খাতড়া-বাঁকুড়া রাজ্য সড়কের ইন্দপুরের বাগডিহার কাছে উল্টে জখম হয়েছেন অনেকেই। ঘটনাস্থলে ইন্দপুর থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। যাঁরা আহত হয়েছেন তাঁরা প্রত্যেকেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে।
![](https://burdwantoday.com/wp-content/uploads/2025/01/IMG_20250104_102824-660x330.jpg)
Social