টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ নিয়ন্ত্রন হারিয়ে নয়নজুলিতে যাত্রীবোঝাই বাস। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মির্জাপুরের কাছে। জানা যায়, বাসটি নবদ্বীপ থেকে বর্ধমানের দিকে আসছিল, মির্জাপুরের কাছে রাস্তার উপরে থাকা ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজুলিতে নেমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। স্থানীয় ও পুলিশের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। ঘটনায় একজন আহত হয় বলে জানা যাচ্ছে। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।