জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গত দুই তিনদিন ধরে অসময়ে প্রবল বৃষ্টিপাতের ফলে মন্তেশ্বরের বিভিন্ন এলাকার সঙ্গে মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের শাহাজাদপুর গ্রামের মাঠের ধান মাঠেই নষ্ট হচ্ছে, বোরো ধান এখন এক হাঁটু জলের তলায় হওয়ায় ধান চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে চাষীদের মাথায় হাত। শাহাজাদপুর গ্রামের বোরো ধান চাষী লিয়াকত শেখ, লাল্টু শেখ, ভোলা শেখ, সুমিত ঘোষ, নুরআলম শেখরা জানান, আমরা ধার দেনা করে বোরো ধান চাষ করেছিলাম, কিন্তু ধান ও ভালো হয়েছিল, গত দু-তিন দিন অসময়ের ব্যাপক বৃষ্টির ফলে শাহজাদপুর গ্রাম এলাকার চাষীদের বিঘার পর বিঘা পাকা ধানের জমি এখন জলের তলায়। কিভাবে ধান বাড়ি আসবে আমরা বুঝতে উঠতে পারছি না, কিংবা আদেও ধান বাড়ি আসবে কিনা তাও বোঝা যাচ্ছে না। এই জল ধানের জমিতে আরও দু-তিন দিন থাকলে ধান সব নষ্ট হয়ে যাবে এবং ব্যাপক ক্ষতি হবে ধানে বলে জানান চাষিরা।
চাষিরা আরো জানান, এই ধান চাষের ফলে আমাদের সংসার চলে, অন্য কিছু আমাদের আয়ের উৎস নাই। তাই আমরা কি করবো এখন ভেবে পাচ্ছিনা আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি। এই সময় সরকার যদি আমাদের পাশে থেকে সাহায্য করেন তাহলে আমরা একটু উপকৃত হব। না হলে আমরা কি করব বুঝে উঠতে পারছিনা বলে জানান চাষিরা।