দেবনাথ মোদক, বাঁকুড়াঃ চলতি গ্রীষ্মের মরশুমে হরিণদের পুষ্টিকর খাবার সরবরাহে উদ্যোগী বনদপ্তর। প্রতিদিন নিয়ম করে দু’বার বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার সংলগ্ন বনপুকুরিয়া ‘ডিয়ার পার্কে’ থাকা হরিণদের প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে।বনদপ্তর সূত্রে খবর, বনপুকুরিয়া বনক্ষেত্রের পরিমান ৪০৩ দশমিক ১৮ হেক্টর। তার মধ্যে ৪৪ হেক্টর জমিতে গড়ে উঠেছে হরিণদের অভয়ারণ্য ‘বনপুকুরিয়া ডিয়ার পার্ক’। বর্তমানে এখানে ৮৮ টি হরিণ রয়েছে। পর্যাপ্ত জল ছাড়াও প্রতিদিন সকাল ও বিকেলে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। এমনকি মুকুটমনিপুর বেড়াতে আসা পর্যটকদের অন্যতম গন্তব্যও এই ডিয়ার পার্ক বলে তারা জানান।
