জ্যোতির্ময় মণ্ডল পূর্ব বর্ধমানঃ ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হল মন্তেশ্বরে। ঘটনাটি ঘটেছে পুটশুরী মন্তেশ্বর রাস্তার মন্তেশ্বরের বিঘা গ্রামের মোড রাস্তায় দেনুর একাকার মাঠে। বোমা উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আজ সকালেপুটশুরী মন্তেশ্বর রাস্তায় বিঘা মোড এ একটি চায়ের দোকানের পিছনে দেনুর মাঠে কয়েকটি জমির পর একটি জমির আলের ধার এলাকায় একটি নীল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে মাঠে করতে যাওয়া মানুষজন । তারপর তাদের সন্দেহ হওয়ায় মন্তেশ্বর থানার পুলিশ কে খবর দেয় তারা।

ঘটনাস্থলে আসে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির নেতৃত্বে আসে মন্তেশ্বর থানার পুলিশ বাহিনী। তারপর পুলিশ ওই ব্যাগটি খুলতেই ভিতরে বোমা রয়েছে বলে লক্ষ্য করেন তারা। এরপর বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে দেয় পুলিশ। বিকালে ঘটনাস্থলে পৌঁছায় বোম ডিসপোজাল স্কোয়াড । ওই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৬টি তাজা বোমা। সেইগুলি ওই এলাকার মাঠের ক্যানেলের খাল এলাকায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড । কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে বোম গুলি রেখেছিল আর খতিয়ে দেখছে মন্তেশ্বর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি শনিবার সকাল থেকেই ওই জমির আলের ধার এলাকায় নীল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখা গিয়াছে। পরে জানা যাচ্ছে ব্যাগটির মধ্যে ৬টি বোমা রাখা ছিল।
