Breaking News

‘আধঘন্টা ছেড়ে দিন…’, যাদবপুর কাণ্ডে এবার বিতর্কে বিজেপি বিধায়ক!

টুডে নিউজ সার্ভিসঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শনিবার বাঁকুড়ার ওন্দায় বিজেপির কর্মী সম্মেলন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘বিজেপিকে ছেড়ে দিলে আধঘন্টায় ঠান্ডা করে দেব।’ এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক শিবিরে। গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনার পর কেটে গিয়েছে ১ সপ্তাহেরও বেশি সময়। ওই দিনই গন্ডগোলের মধ্যে পড়ে ব্রাত্যর গাড়ির ধাক্কায় কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছেন পড়ুয়াদের একাংশ। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব পক্ষই চাইছে, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কেটে গিয়ে যেন স্বাভাবিক পঠনপাঠন শুরু হয়। এরই মধ্যে যাদবপুর নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন অমরনাথ শাখা।
শনিবার বিজেপির কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে উঠে একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন অমরনাথ। ভুয়ো ভোটার প্রসঙ্গে এলাকার বিডিওকে নিশানা করেছেন তিনি। এরপর তাঁর বক্তব্যে উঠে এসেছে যাদবপুর প্রসঙ্গ। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার জন্য তিনি দায়ী করেছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও সিপিএমকে। এরপরই তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব সবুজ সংকেত দিলে তাঁরাও তৈরি। আধ ঘণ্টার মধ্যে বিজেপি ও এবিভিপির কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঠান্ডা করে দেবে।
যাদবপুর কাণ্ডের পর থেকেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বিজেপি। এসএফআইয়ের ছাত্র ধর্মঘটের দিন এবিভিপির মিছিল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়েছিল। এর জেরে হাতাহাতিতে জড়িয়েছিলেন এসএফআই ও এবিভিপি সমর্থকরা। এবিভিপির তরফ থেকে সাংবাদিক বৈঠক করেও বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও যাদবপুর কাণ্ডের প্রতিবাদে রবিবার পথে নেমেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুর চড়িয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। আন্দোলনকারী ও সরকার পক্ষ যেখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন সেখানে বিজেপি নেতৃত্বের একরকম পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

About Prabir Mondal

Check Also

ছাত্রের বাড়িতে গিয়ে হাতজোড় করে স্কুলে ফেরানোর আর্জি শিক্ষকের

টুডে নিউজ সার্ভিস, কালনাঃ অভাবের তাড়নায় স্কুলে আসা বন্ধ করছে ছাত্ররা, রোজগারের তাগিদে ভিন রাজ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *