দেবনাথ মোদক, বাঁকুড়াঃ রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে ক্রমেই। সম্প্রতি কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলে ফেলার ঘটনায় প্রতিবাদ জানাতে শনিবার বাঁকুড়ার দুর্লভপুর-বড়জোড়া রাস্তায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত অগস্তি ট্রাক দাঁড় করিয়ে হনুমানজির পতাকা বাঁধলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কলকাতায় এক বাসচালককে জোর করে গেরুয়া পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারই প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত অগস্তি।