জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ সাইকেল চুরি চক্রের কিনারা করল মন্তেশ্বর পুলিশ এবং গ্রেফতার ২ । ধৃত মহিরউদ্দিন শেখ মন্তেশ্বর ব্লকের কুলুটগ্রামের বাসিন্দা, অপরজন ধৃত রাকিবুল শেখ মন্তেশ্বরের সফদা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ২-৩ দিন আগে রাইগ্রামের মোহাম্মদ হাবিব তার সাইকেল রাইগ্রাম বাজারে রেখে দোকানে মাল কিনতে যায়, এরপর ফিরে এসে দেখে সেই স্থানে তার সাইকেল নেই। অনেক খোঁজাখুঁজির পর সাইকেল না পেয়ে, মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় সে। মন্তেশ্বর থানার পুলিশ তদন্তে নেমে ধৃত মহিরউদ্দিন ও রাকিবুলের সন্ধান পায়। ধৃতদের বাড়ি থেকে তিনটি সাইকেল উদ্ধার করে এবং তাদের গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের সোমবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
