টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ইতিপূর্বে বহুবার ভাগীরথীর ভাঙনের কবলে পড়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ভাগীরথীর পাড়ের মানুষজন। নদী গর্ভে বিলীন হয়ে গেছে একের পর এক গ্রাম। বিঘের পর বিঘে চাষের জমি, আস্ত বাড়ি, ভিটেমাটি সব চলে গেছে ভাগীরথীর করাল গ্রাসে। নিঃস্ব হয়েছে গ্রামবাসীরা। ঘর বাড়ি ছেড়ে প্রাণের ভয়ে রীতিমতো পালাতে হয়েছে গ্রামবাসীদের। নিরাশ্রয় হতে হয়েছে তাদের।
এই শীতের মরসুমে পূর্বস্থলী-১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরী গঞ্জে ভাগিরথীর পারে নতুন করে আবার শুরু হয়েছে ভাঙন। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন। নতুন করে আবার ভাঙ্গন শুরু হওয়ায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীর। ভাঙনের ফলে নদী পারের প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে। এর ফলে আতঙ্ক বেড়েছে নদী তীরবর্তী এলাকায়। ভাঙনের ফলে নদী ক্রমশ এগিয়ে আসছে জনবসতিপূর্ণ এলাকার দিকে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন। গ্রামে যাতায়াতের রাস্তাটিও ভাঙ্গনের কবলে পড়েছে। আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসী। এই অঞ্চলের মানুষের জীবিকা প্রধানত কৃষিকাজ। ভাগীরথীর পারে বিভিন্ন রকম ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে তারা। সেই সমস্ত জমিই যদি ভাঙনের ফলে নদীগর্ভে চলে যায় তাহলে কিভাবে দিন কাটাবে তারা। এই ভেবেই রীতিমতো চিন্তিত এলাকাবাসী।
Tags burdwan district west bengal
Check Also
২২ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে তাক লাগাল পুটশুড়ির সুব্রত স্মৃতি সংঘ
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বিদ্যার দেবীর আরাধনা স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাব …
Social