টুডে নিউজ সার্ভিস, বর্ধমান: আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বেঙ্গল সুপার লিগ (BSL)-এর প্রথম সংস্করণ ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনার পারদ চড়ছে। এই উৎসবের আবহেই মঙ্গলবার বিএসএল ট্রফি ট্যুর এসে পৌঁছল ফুটবলের অন্যতম পীঠস্থান বর্ধমানে। এদিন শহরের নক্ষত্র হোটেলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ট্রফিটি প্রদর্শন করা হয়, যা দেখতে স্থানীয় ফুটবল প্রেমী, খুদে খেলোয়াড় এবং সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বর্ধমান ব্লাস্টার্স’-এর কর্ণধার পার্থ নন্দী, রজনীশ নরসারিয়া, সুশান্ত ঘোষ ও অরিন্দম চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে গ্ল্যামার যোগ করতে উপস্থিত ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। ট্রফি ট্যুরটি গত ৭ ডিসেম্বর ক্যানিং থেকে শুরু হয়েছে এবং ৯ দিন ধরে রাজ্যের বিভিন্ন ফুটবল হাব পরিক্রমা করবে, যাতে সমর্থকরা তাদের প্রিয় দলের ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পান।
শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি জানান, বর্ধমানের ফুটবল আবেগ অনস্বীকার্য। সমর্থকদের সম্মান জানাতেই ট্রফিটি তাদের দোরগোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। বর্ধমান ব্লাস্টার্সের সহ-মালিক পার্থ নন্দী বলেন, “আমাদের মূল লক্ষ্য হল এই জেলার সুপ্ত প্রতিভাদের খুঁজে বের করা এবং বর্ধমানকে বাংলার ফুটবলের মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।”
আইএফএ (IFA) অনুমোদিত এই লিগে সুন্দরবন বেঙ্গল অটো এফসি, উত্তর ২৪ পরগনা এফসি, হাওড়া-হুগলি ওয়ারিয়র্স, এফসি মেদিনীপুর, কোপা টাইগার্স বীরভূম, মালদহ-মুর্শিদাবাদ এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি-সহ মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। ফুটবল প্রেমীরা জি বাংলা সোনার চ্যানেল এবং ZEE5-এ সরাসরি ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবেন। আর মাত্র ৫ দিন পরেই মাঠে গড়াবে বল, তার আগে ট্রফি ঘিরে এই উন্মাদনা প্রমাণ করে যে বাংলার ফুটবল প্রেম আজও অমলিন।