টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আবাস নিয়ে অসন্তোষ! আবাস যোজনা নিয়ে বিক্ষোভের অন্ত নেই। প্রকৃত ঘর প্রাপকদের তালিকা নাম না থাকার কারণে এবার বিডিওকে ডেপুটেশন দিল মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি। তাদের অভিযোগ গরিব মানুষ হয়েও আমরা অনেকে ঘর পাইনি। একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। তাই বিজেপির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। প্রসঙ্গত, আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে জেলার একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে দীর্ঘদিন ধরেই। বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মীরা। বিডিও-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বঞ্চিত গ্রামবাসীদের সঙ্গে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, আবাস যোজনায় তৃণমূল নেতারা কাটমানি নিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম প্রকল্পের তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। আসল আবেদনকারীদের নাম সেই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে নতুন করে সমীক্ষা করে গরিব ও বঞ্চিত আবেদনকারীদের নাম তালিকায় ঢোকাতে হবে। পাশাপাশি এদিন যে সমস্ত মানুষের বিগত আবাস যোজনার তালিকায় নাম ছিল পরে বাদ পড়েছে তাদের নথি সংগ্রহ করে বিজেপির কার্যকর্তারা এবং সেগুলো প্রশাসনিক আধিকারিকদের কাছে জমা দেয়া হয়।
Tags burdwan district Politics west bengal
Check Also
বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মশারু গ্রামের রবি হাঁসদার পায়ের জাদু এখন …
Social