জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মূক ও বধির এক যুবককে মারধরের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত রনজিৎ প্রামাণিক ও জয়ন্ত প্রারমানিক মামুদপুর-২ পঞ্চায়েতের ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, একটি পুরনো বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার গ্রামেরই বাসিন্দা মূক ও বধির অর্জুন হাজরাকে বেধরক মারধরের অভিযোগ উঠে রনজিৎ ও জয়ন্তর বিরুদ্ধে। অর্জুনের মাথাও ফাটে বলে অভিযোগ। ঘটনায় মন্তেশ্বর থানায় বাবা ও ছেলের নামে লিখিত অভিযোগ জানান অর্জুনের স্ত্রী কবিতা হাজরা। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবারই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বুধবার কালনা আদালতে পাঠান হয়।
Tags burdwan district west bengal
Check Also
সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ
টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …
Social